কার্যক্রম

কার্যক্রম

বাংলাদেশের স্বাস্থ্য খাত পুন:গঠনের ক্ষেত্রে ১৯৮২ সালে প্রণীত ঔষধ নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মূল উদ্দেশ্য ছিলো ক্ষতিকর, মূল্যহীন ও অপ্রয়োজনীয় ঔষধ বাজার থেকে অপসারণ করা এবং স্বাস্থ্য সেবার সকল স্তরে প্রয়োজনীয় ঔষধ ন্যায্য মূল্যে সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা। ১৯৮২ সালের জাতীয় ঔষধ নীতি সাফল্যজনকভাবে রূপায়নের ফলে বাংলাদেশে ফার্মাসিউটিকাল খাতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এই লক্ষ্যে বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন তার আজীবন সদস্য/সদস্যদের স্বাস্থ্য শিক্ষার উপর প্রশিক্ষণ প্রদান করছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদার সাথে টিকে থাকতে আমাদের দেশের প্রয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুশিক্ষিত ও প্রশিক্ষনপ্রাপ্ত নাগরিক। আর এ সুশিক্ষিত ও প্রশিক্ষনপ্রাপ্ত নাগরিক গড়ে তোলার জন্য প্রয়োজন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের । তাই সচেতন অভিভাবকবৃন্দ প্রচন্ড মানসিক চাপ নিয়ে খুজে বেড়ান একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান । বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন হলো সেই ধরণের প্রতিষ্ঠান।