বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন

বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন

মৃত্যুর বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন

বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী, মানবকল্যানধর্মী প্রতিষ্ঠান। গণস্বাস্থ্য রক্ষা, অকাল মৃত্যু প্রতিরোধ, গর্ভবর্তী মায়েদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আজীবন সদস্য/সদস্যদের বিভিন্ন স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। বাংলাদেশের দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তন করে অকাল মৃত্যু রোধ, জনবিস্ফোরণ রোধে সংস্থাটি দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে।

এ দেশের মোট জনসংখ্যার তুলনায় চিকিৎসক অনেক কম। অবার অনেক চিকিৎসক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করতে চায় না। ফলে দেশের হতদরিদ্রের একটি বড় অংশ সুচিকিৎসার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হচ্ছে প্রতিদিন। এই বাস্তবতায় বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন গভঃ রেজিঃ নং ১৪১ এর মাধ্যমে স্বীকৃতি প্রাপ্ত হয়ে তার আজীবন সদস্য/সদস্যদের বিভিন্ন স্বল্প ও মধ্য মেয়াদী প্রশিক্ষণ প্রদান করছে। ‘ভাবনাহীন নিরাপদ ও উজ্জল ভবিষ্যতের নিশ্চয়তা’ স্লোগানে বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের প্রতিটি সদস্য/সদস্যা মানবতার কল্যানে নিজেকে নিয়েজিত করছে।