সকর্তীকরণ বিজ্ঞপ্তি

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের নাম ভাঙ্গিয়ে কিছু মানুষ প্রতারণা করছে। বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের সাথে মিল রেখে সামান্য পরিবর্তন করে একটি ওয়েব সাইট খুলা হয়েছে। যেখানে বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের রেজি: নং ও আংশিক লোগো ব্যবহার করা হয়েছে। যা প্রতারণার সামিল। এবং একটি ফেসবুক থেকে বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করা হচ্ছে। একটি বিশেষ মহল ফাউন্ডেশনের কার্যক্রমে ইর্ষান্বিত হয়ে এমন অপপ্রচার করছে। ইতোমধ্যে ঐ মহলকে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন দ্যার্থহীন ভাবে বলতে চাই, সরকারের নিকট থেকে রেজিস্ট্রেশন নিয়ে বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশন বিভিন্ন জেলায় কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বর্তমান সরকারের গ্রামীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও ভিশন 2021 বাস্তবায়নে সব ধরণের সহযোগিতা করছে। ফাউন্ডেশনের সকল সদস্য/সদস্যা, কর্মকর্তাগণ, শুভাকাঙ্গিকে এ বিষয়ে এই বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো।

প্রশাসনিক কর্মকর্তা